হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে বাজার তদারকিকালে বাবুরহাটের মুসলিম বেকারীকে ৫ হাজার এবং ওয়্যারলেস বাজারের বিক্রমপুর সুইটসকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৯ অক্টোবর মঙ্গলবার জরিমানার এ তথ্য ‘হিলশা নিউজ’-কে নিশ্চিত করেন ভোক্তা অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি ‘হিলশা নিউজ’-কে জানান, বাবুরহাট ও ওয়্যারলেস বাজার তদারকিকালে ভোক্তা অধিকার আইন ২০০৯ লঙ্ঘন করার দায়ে মুসলিম বেকারীকে ৫ হাজার,বিক্রমপুর সুইটসকে আড়াই হাজার এবং জনতা ট্রেডার্সকে আরো ২ হাজার টাকাসহ সর্বোমোট সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ জনস্বার্থে আমদের এই অভিযান চলমান থাকবে৷