রিয়ন দেঃ নানান অভিযোগে শহরের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর দিনভর চালানো এই অভিযানে ৪ প্রতিষ্ঠান থেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৪ সেপ্টেম্বর রোববার শহরের নতুনবাজার ইচুলীঘাট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ এসেন্স পাওয়ায় জেনিথ সুইটসকে ২০ হাজার, মেয়াদোত্তীর্ন বিস্কুট, কেক ও চানাচুর পাওয়ায় সোলেমান স্টোরকে ১ হাজার, মিজান স্টোরকে ১ হাজার এবং মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার টাকাসহ সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন ‘হিলশা নিউজ‘-কে বলেন, জনস্বার্থে আমাদের বাজার তদারকি কার্যক্রম চলমান রয়েছে। সেই তদারকিকালেই নানা অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।