... বিস্তারিত
চাঁদপুরে মহান বিজয় দিবসে জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা
অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বৃহত্তর রাজনৈতিক সংগঠন জেলা আওয়ামীলীগ।
১৬ই ডিসেম্বর বুধবার সকালে অঙ্গিকার পাদদেশে এ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এ ব্যপারে জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী ‘হিলশা নিউজ’-কে বলেন, বিজয় দিবস উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, বীর শহীদ, বীরাঙ্গনা এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘অঙ্গীকার’ পাদদেশে চাঁদপুর জেলা আওয়ামীলীগের পক্ষে থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। এর আগে সকাল সাড়ে ৭ টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেছি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়া, মনজুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী,সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সাবেক সদস্য এডভোকেট জসিম উদ্দিন পাটোয়ারী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।