স্টাফ রিপোর্টারঃ মাইটিভির চেয়ারম্যান ও এমডি নাসিরউদ্দিন সাথীর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলতাফ হোসেনের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ রোববার শহরে মাইটিভির জেলা প্রতিনিধি মুনাওয়ার কাননের আয়োজনে এ দোয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সদর ও হাইমচরের মাটি ও মানুষের নেতা এবং চাঁদপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সমাজসেবক আলহাজ্ব রেদওয়ান খান বোরহান।
তিনি বলেন, মাইটিভি দেশের জনপ্রিয় একটি চ্যাণেল। আর এই চ্যাণেলের এমডি সাহেবের পিতা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা জাতির এই শ্রেষ্ঠ সন্তানের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এসময় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়, দৈনিক বাণিজ্য প্রতিদিন এর জেলা প্রতিনিধি আশিক বিন রহিম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, দৈনিক চাঁদপুর প্রবাহের স্টাফ রিপোর্টার মহসীন, দৈনিক চাঁদপুর খবর এর স্টাফ রিপোর্টার মাসুদ হোসেন, দৈনিক শপথ এর স্টাফ রিপোর্টার রুবেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।