স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের পদ্মা-মেঘনায় মা ইলিশ রক্ষায় নদীতে এনডিসি কাজী মোঃ মেশকাতুল ইসলাম সাঁড়াশি অভিযান চালিয়ে ১৬ অসাধু জেলেকে আটক করতে সক্ষম হয়েছেন।
২১ অক্টোবর শুক্রবার রাতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলে ছাড়াও প্রায় ২ লক্ষ মিটার কারেন্ট জাল ও ২টি জেলে নৌকা জব্দ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে ‘হিলশা নিউজ‘-কে এনডিসি কাজী মোঃ মেশকাতুল ইসলাম বলেন, মা ইলিশ সংরক্ষণে রাত ১০ টা হতে রাত ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে ১৬ জেলেসহ অবৈধ কারেন্ট জাল ও নৌকা জব্দ করি। আটককৃতদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং নৌকা ২টি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোস্টগার্ড চাঁদপুরের জিম্মায় রাখা হয়।
এসময় নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।