অমরেশ দত্ত জয়ঃ
কোস্টগার্ড স্টেশান চাঁদপুর এবং মৎস্য অধিদপ্তরের যৌথ মা ইলিশ রক্ষা অভিযানে ২০শে অক্টোবর মঙ্গলবার আলুরবাজার এলাকায় একদল অসাধু মাঝি নদিতে স্পিড বোট নিয়ে জাল পাতানোর সময় কোস্টগার্ড ধাওয়া করে পরবর্তীতে ৫,০০০ মিটার কারেন্ট জাল এবং স্পিড বোট টি আটক করে। যদিও এ সময় জেলেরা চরে পালিয়ে যায়। উদ্ধার পরবর্তী কারেন্টজাল সমূহ আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। এবং স্পিড বোটটি আইনি প্রক্রিয়ার জন্য মৎস অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড স্টেশান চাঁদপুরের নির্বাহী কর্মকর্তা শহীদুল হক, এমসিপিও (এক্স), কন্টিনজেন্ট কমান্ডার নাসির, পিও (মিউজ), মৎস সম্প্রসারন কর্মকর্তা নারায়ন দেবনাথ।
এছাড়াও পৃথক এক অভিযানে কোষ্টগার্ড আউটপোস্ট হাইমচর এবং মৎস্য অধিদপ্তর হাইমচর কর্তৃক অভিযান করে মিয়ারবাজার,সাহেবগঞ্জ,হরিনা,অহনঘাঁট এলাকায় নদীতে পাতনো অবস্থায় ২,১০,০০০ হাজার মিটার কারেন্টজাল উদ্ধার করে। এ সময় জালের সাথে প্রায় ২০০ কেজি সমপরিমান মা ইলিশ পাওয়া যায়। একই সাথে হরিনা ফেরিঘাঁট অঞ্চল থেকে একটি স্পিড বোট জব্দ করতে সক্ষম হয় কোস্টগার্ড।এ সময় অসাধু জেলেরা পারে পালিয়ে যায়।
আটককৃত স্পিড বোট মৎস্য অধিদপ্তরে হস্তান্তর করা হয় এবং উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড হাইমচরের কন্টিনজেন্ট কমান্ডার ইসহাক,এমসিপিও(এক্স), সামুদ্রিক বৈজ্ঞানিক কর্মকর্তা জরিপ ব্যবস্থাপনা ইউনিট (কক্সবাজার) এর হাসান আনোয়ারুল কবির, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা সজিব চন্দ্র, মোঃ হাফিজ আহমদ প্রমুখ।
এছাড়া অন্য এক পৃথক অভিযানে কোস্টগার্ড কন্টিনজেন্ট চরজালিয়া (রায়পুর) এবং মৎস অধিদপ্তরের যৌথ অভিযানে মেঘনা নদির মাস্টারঘাঁট এলকায় ৩ টি ইন্জিন চালিত কাঠের নৌকা, ৫০০০০ হাজার মিটার কারেন্ট নেট এবং ৩০ কেজি সমপরিমাণ মা ইলিশ উদ্ধার করা হয়।এ সময় ০৮ জন অসাধু জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলো ইউসুফ আলি(৪৪), বিল্লাল (৫০), সালাউদ্দিন (৫০), হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫৭), মান্নান (৪৪), জসীম (৩৮), মনির (৪৫) সকলে রাজপুর,ভোলার বাসিন্দা পরবর্তীতে ০৩ টি ইন্জিন চালিত কাঠের নৌকা উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট এর উপস্থিতিতে মৎস অধিদপ্তরকে হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মাছ সমূহ স্থানীয় এতিম খানায় বিলি করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী মেজিস্ট্রেট আক্তার জাহান সাথী, কোস্টগার্ড চরজালিয়া কন্টিনজেন্ট কমান্ডার লুৎফর রহমান, মতিন, পিও(মেড), মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ।
