স্টাফ রিপোর্টারঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর সদরের ইব্রাহীমপুরে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
৯ অক্টোবর রোববার বিকাল ৩ টা হতে সন্ধ্যা ৬ টার অভিযানে ইব্রাহীমপুরের নদী ভাঙ্গণকবলিত চর এলাকা, গুচ্ছগ্রামের ঘর ও আশপাশের নদী এলাকা হতে এই জাল জব্দ করা হয়। চাঁদপুর সদরের সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে ও নৌ পুলিশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে মুখ্য ভূমিকা পালন করে ফরিদা ইলিয়াস। তিনি চাঁদপুর পৌরসভার প্যাণেল মেয়র।
অভিযান প্রসঙ্গে ফরিদা ইলিয়াস বলেন, আমরা মা ইলিশ রক্ষায় সচেতন রয়েছি। তাই অসাধু জেলেদের বিরুদ্ধে নদীতে অভিযান অব্যাহত থাকবে। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযান সময়ে এখন পর্যন্ত এই ৩ দিনে এটিই সবচেয়ে বেশি অবৈধ জাল জব্দের অভিযান।
প্রসঙ্গত, মা ইলিশ সংরক্ষণ অভিযানে সবসময়ই পৌরসভার মহিলা প্যাণেল মেয়র ফরিদা ইলিয়াসের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। যা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।