স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের মেঘনায় মনসুর হাওলাদার (৫০) নামের এক জেলে নৌকা থেকে পড়ে নিখোঁজ এবং তার ভাই আলী আহম্মদ হাওলাদার (৪৮) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হাইমচর উপজেলার কাটাখালী এলাকার মেঘনা নদীতে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন। তিনি বলেন, মনসুর হাওলাদার নামের নিখোঁজ লোকটি চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুবিন্দীয়া গ্রামের মৃত ফজল হাওলাদারের ছেলে। তারা নদীতে মাছ শিকারে বের হলে দুপুরে নদীতে থাকা অবস্থায় বজ্রপাতের কবলে পড়লে এ ঘটনা ঘটে। তবে নদীতে আমাদের ডুবুরি দলের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।