... বিস্তারিত
চাঁদপুরে মেঘনা নদী থেকে ৪টি বেহুন্দী জাল জব্দ
অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে মেঘনা নদী থেকে ৪টি বেহুন্দী জাল জব্দ করেছে কোষ্টগার্ড।
৩’রা ডিসেম্বর বৃহস্পতিবার ১০ টায় এ জাল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কোষ্টগার্ডের ষ্টেশন কমান্ডার লে. আসাদুজ্জামান। তিনি ‘হিলশা নিউজ’-কে জানান, কোস্টগার্ড স্টেশান চাঁদপুর এবং ফিসারির যৌথ অভিযানে মেঘনা নদীর মোহনা, বহরিয়া, মিনি কক্সবাজার, লগিমারার চর এবং তৎসংলগ্ন এলাকা সমূহে টহল দেয়া হয়। তখন হরিসভা মন্দিরের কাছাকাছি নদীতে পাতানো অবস্থায় অবৈধ ৪ টি বেহুন্দি জাল আটক করা হয়। পরবর্তীতে জাল সমূহ আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন কোস্টগার্ড স্টেশান চাঁদপুরের নির্বাহী কর্মকর্তা ইসহাক এবং চাঁদপুর সদরের সহকারী মৎস কর্মকার্তা মাহবুব হোসেন প্রমুখ।