মোঃ হোসেন গাজীঃ বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২২ মে মোঙ্গলবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মালেক দেওয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ানের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম,
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফ্ফার কুতুবী, জেলা আওয়ামী লীগের শ্রমও বিষয়ক সম্পাদ নুরুল ইসলাম মিয়াজী, চাঁদপুর জেলা যুবলীগের আহব্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, সিনিয়র যুগ্ম আহব্বায়ক সালাহ উদ্দিন বাবুর, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী সাবেক সফল ছাত্র নেতা ও হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মনোনীত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান (বাবুল) মাষ্টার, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরদার, সদর উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সভাপতি ও ইউপি সদস্য হালিম বেপারী, জেলা মৎস্য জীবী লীগের সাংগঠনিক সম্পাদক মিজান পাটওয়ারী,
আলী আহমেদ মাল, সদর উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সহ-সভাপতি জামাল সরদার, হাইমচর উপজেলা মৎস্য জীবী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার বকাউল, যুগ্ম আহব্বায়ক মোক্তার আহমেদ দর্জি, শহিদ সরদার, হানারচর ইউনিয়ন মৎস্য জীবী লীগের সভাপতি মিজান দিদার প্রমুখ।