স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরে যৌতুক ও নারী নির্যাতন মামলায় সাদ্দাম হোসেন শামীম নামে এক আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। ২২ জানুয়ারি রোববার দুপুরে বাবুরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ফরিদগঞ্জের বিশের বন্দ কাজী বাড়ীর আব্দুল মান্নানের মেয়ে দুই সন্তানের জননী শিল্পী আক্তার ২০২২ সালের ১৯ ডিসেম্বর কোর্টে মামলা করেন। মামলা নং-৮৯৪/২০২২। সে মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী হচ্ছেন সাদ্দাম হোসেন শামীম।
মামলার বাদী শিল্পী আক্তার বলেন, আমার স্বামী সাদ্দাম হোসেন শামীম নিজের নাম আড়াল করে নাজমুল হুদা নামে ছদ্দ নাম প্রতারণার কাজে ব্যবহার করতো। তিনি ফেনী সদরের উত্তর চারিপুর এলাকার মোঃ নুরুল হুদার ছেলে হয়েও বাবুরহাট এসে একটি সমবায় সমিতি খুলে প্রতারণা করতো। তাছাড়া নানা সময়ে তার বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগের প্রতিবাদ করায় সে আমাকে প্রতিনিয়ত খুব মারধর করতো। আমি এর প্রতিকার ও বিচার পেতেই আদালতের শরনাপন্ন হয়েছি।
এদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ জাকির হোসেন ভূঁইয়া বলেন, যৌতুক ও নারী নির্যাতনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে তাকে হেফাজতে নিয়েছি। তাকে আমরা আদালতে প্রেরণের ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছি।