শাহরাস্তি সংবাদদাতাঃ চাঁদপুরে রেলকর্তাদের উদাসীনতায় ঈদমুখী রেলে গাড়ীর ছাদে অতিরিক্ত যাত্রী উঠে যাচ্ছে। আর এতে করেই ঘটছে মৃত্যুসহ নানা ধরণের দুর্ঘটনা।
সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে চাঁদপুরমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদ হতে এক কিশোর যাত্রী পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানান, চাঁদপুর-লাকসাম রেলপথের ওয়ারুক রেল স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম পারভেজ আহম্মেদ দেলোয়ার। সে কুমিল্লার মনোহরগঞ্জের মির্জাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তাকে বার বার ছাদে উঠতে বারণ করা সত্ত্বেও সে ছাদে উঠে পড়ে গিয়ে খন্ড বিখন্ড হলো।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন,চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরের দিকে প্রবেশ করছিল। ওই সময় ছাদে অন্যযাত্রীর সঙ্গে ছিলেন পারভেজও। একপর্যায়ে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এতে ট্রেনের নিচে কাটা পড়ে খণ্ড-বিখণ্ড হয়ে যায় তার দেহ। কেউ যাতে ছাদে আর উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।
চাঁদপুর রেলওয়ে ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার সোয়াইবুল সিকদার বলেন, ঈদমুখী যাত্রীরা কেউ যাতে রেলগাড়ীর ছাদে উঠতে না পরে সেদিকে আমরা তৎপর রয়েছি। যাত্রীদের বার বার সতর্ক করার পরেও তারা ছাদে উঠে বিপদের মুখোমুখি হচ্ছে। যা অত্যান্ত দুঃখজনক।