স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ডের নতুন আলিম পাড়াস্থ একটি বহুতল ভবনের নীচতলায় চলছে চাইল্ড কেয়ার। যেখানের এক কক্ষে শিশু রোগী দেখেন চিকিৎসক মোঃ আজিজুর রহমান। সেখানে রোগীদের দেখে ব্যবস্থাপত্র দিতেন সে অনুযায়ী তারই গড়ে তোলা ফার্মেসী থেকে ঔষুধ ক্রয়ের জন্য নির্দেশনা দিতেন। দীর্ঘদিন এভাবে চললেও এবার সেই চাইল্ড কেয়ার ফার্মেসী থেকেই উদ্ধার হলো মেয়াদউর্ত্তীর্ণ ঔষুধ।
২১ অক্টোবর শুক্রবার এমন অভিযোগে পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিদপ্তরের টিম।
জানা যায়, রাস্তার পাশে চিকিৎসক মোঃ আজিজুর রহমান কোন প্রকারের পার্কিং স্থান না রেখে ভবনে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এতে করে শিশুরোগী নিয়ে আসা অভিভাবকদের গাড়ী প্রায়ই রাস্তার উপরে রাখতে হয়। রোগীর চাপ বেশি হলে ওইসব অপেক্ষাকৃত গাড়ী রাস্তায় থাকায় যানজটের সৃষ্টি হওয়ার খবর রয়েছে। তাছাড়া রোগীদের নিয়ে দীর্ঘসময়ও অপেক্ষা করতে হয় বলে অনেক অভিভাবকের মাঝে চাপা ক্ষোভও রয়েছে।
আর এসব অভিযোগের বিষয় সামনে রেখে পরিচালিত অভিযান প্রসঙ্গে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন, আমরা শিশু চিকিৎসক আজিজুর রহমানের পরিচালিত চাইল্ড কেয়ার ফার্মেসীতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখাসহ বেশকিছু অভিযোগ প্রমাণসহ পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছি। পাশাপাশি তাকে কঠোরভাবে অভিযোগ প্রসঙ্গে সতর্ক করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।