মনির হোসেন খানঃ চাঁদপুর নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখরাতে ১৯ আগস্ট শুক্রবার রাত সাড়ে নয় টায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র এ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
মেয়র জুয়েল প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন, ভগবান কখনো পৃথিবীতে আসেন না, যুগে যুগে পৃথিবীতে তার অবতাররাই আবির্ভূত হন। আর বঙ্গবন্ধুর বাংলাদেশে সংখ্যা গুরু বা লঘু বলে কিছু নেই, এটা একটা অংক মাত্র। আমাদের সকলের মনে রাখতে হবে এখানে সবাই সমান। বাংলাদেশের স্বাধীনতায় সকলেরই সমান অবদান রয়েছে।
মেয়র জুয়েল আরও বলেন, ধর্ম শুধু আনুষ্ঠানিকতার বিয়য় নয়, ধর্ম আত্নীক, ধর্ম পালনের বিষয়। গোপাল আখড়ার সহসভাপতি বাবু চিত্ত রঞ্জন রায়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি বাবু অজয় কুমার ভৌমিক।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র রায়, সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বাবু পরেশ মালাকার, গোপাল জিউর আখড়ার সভাপতি অভিজিৎ রায় প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন গোপাল জিউর আখড়ার সাধারন সম্পাদক বাপ্পি পাল ও সহ সাধারন সম্পাদক সঞ্জিৎ কুমার পোদ্দার, সন্মানিত সদস্য সুমন কর্মকার, পৌর ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম সুমনসহ এলাকার হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিগণ।
পরিশেষে শিশুদের মনোজ্ঞ নৃত্য ও পুরুস্কার বিতরনের মাধ্যমে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন ও আলোচনা সভাটির সমাপ্তি হয়।