মামুন হোসাইনঃ চাঁদপুর সদরের বাগরাবাজার এলাকায় ট্রাক ও মোটর রিক্সা সংঘর্ষে সড়কে ঝড়লো ৩ প্রাণ।
২৯ জুলাই শুক্রবার রাত সাড়ে ৮ টায় এই সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ- রায়পুর সড়কের চাঁদপুর সদর উপজেলার বাগড়াবাজার এলাকায় মোটর রিক্সায় চড়ে ৩ জন যাত্রী ফরিদগঞ্জ হতে চাঁদপুরের দিকে আসার পথে বিপরীত দিক থেকে সিলিন্ডার গ্যাস বোঝাই একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জন মারা যায়। এ ছাড়াও এ ঘটনায় মোটর রিক্সা চালক আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহতদের বাড়ী ফরিদগঞ্জ পৌরসভায় নিশ্চিত করে ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজ বলেন, মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আমাদের পৌর এলাকার কাছিয়াড়া পাটওয়ারী বাড়ীর করিম পাটওয়ারীর পুত্র মাসুদ পাটওয়ারী, একই বাড়ীর কাদির পাটওয়ারীর পুত্র লিটন হাজারী এবং ঐ গ্রামের রিপন গাজী মারা গেছেন। এছাড়াও হাসপাতালে ভর্তি আহত মোটর রিক্সা চালক খোরশেদের অবস্থাও আশঙ্কাজনক। আমি নিহতদের স্বজনদের শান্তনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছিনা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ শহীদ হোসেন বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত ৩ জনের লাশ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে।