জয় চন্দ্র নাগঃ চাঁদপুরে সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি করে জনগণের ভোগান্তি করায় সামাজিক দায়বদ্ধতা থেকে বিশৃঙ্খলা এড়াতে তৎপর ছিলো জেলা ছাত্রলীগ।
১ আগস্ট বৃহস্পতিবার বিকালে শোকের মাসের প্রথম দিনে শহরের বাসস্ট্যান্ডে এই দায়বদ্ধতা দেখায় ছাত্রলীগ। এর আগে জেলা শহরের বেশ কিছু মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী জড়ো হয়ে সড়ক অবরোধ করে সরকার বিরোধী নানা স্লোগান দেয় এবং বিশৃঙ্খলা শুরু করে। পরে পুলিশকে সাথে নিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে ছাত্রলীগ সহায়তা করে।
এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চড়াও হয় শিক্ষার্থীরা এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। যদিও পুলিশ ও ছাত্রলীগের দায়িত্বশীল আচরণে শিক্ষার্থীরা পরবর্তীতে অবরোধ থেকে সড়ে যায় এবং সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে স্লোগান দেয়া আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, ছাত্রলীগ ও পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা দেয় এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি বলেন, ছাত্রলীগ সবসময়ই সামাজিক দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে থেকে সমাজের প্রয়োজনে কাজ করে। সড়ক অবরোধ করে বেশ কিছু শিক্ষার্থী উশৃঙ্খলতা ও সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্তি করছিলো। আমরা খবর পেয়ে তাদের বুজিয়ে সড়ক থেকে সরাই এবং যানচলাচল স্বাভাবিক করে জনদূর্ভোগ লাঘব করি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, শিক্ষার্থীদের যে দাবি ছিল, তা প্রধানমন্ত্রী পূরণ করেছেন। এখনো কিছু শিক্ষার্থীরা সড়ক বন্ধ রেখে নানা স্লোগান দিয়ে বিশৃঙ্খলভাবে উত্তেজনা সৃষ্টি করছিলো। আমরা তাদের সড়ক ছেড়ে কর্মসূচি পালন করতে বলেছি।
তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে এখন আর ছাত্র ছাত্রীরা নেই। সেখানে অন্য গ্রুপ ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে। তাই ছাত্র পরিচয়ে যাতে কেউ নাশকতা করতে না পারে সেদিকে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।