রিয়ন দেঃ চাঁদপুর শহরে প্যাডেল চালিত সাইকেলের দোকানে ভীড় বাড়ার সম্ভাবনা দেখা দিতে পারে মনে করছে সচেতনমহল। কারন হিসেবে প্রাথমিকভাবে বিভিন্ন তেলের মূল্য বৃদ্ধিকে দাবী করা হচ্ছে।
৫ আগষ্ট শুক্রবার রাতে শহরের বিভিন্ন তেল পাম্পে মোটরসাইকেল আরোহীদের সাথে কথা বললে প্যাডেল চালিত সাইকেল কেনার আগ্রহ বাড়ার খবরটি জানান সচেতনগণ।
মামুন নামের এক বাইক আরোহী বলেন, আমার বেশিরভাগ কাজ শহরে হওয়ায় সময় বাঁচাতে এবং অলস জীবনযাপন করায় বাইক নিয়ে তা সেড়ে নিতাম। কিন্তু এখন তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় কিছুটা সাশ্রয়ী হতে আমি অলসতা ছেড়ে স্পোর্টস সাইকেলগুলো কিনার সিদ্ধান্ত নিয়েছি। এতে করে দ্রুতগামী প্যাডেল চালিত স্পোর্টস সাইকেল সময় অপচয় রোধ করবে, তেল ক্রয়ের ঝামেলা এড়াবে, জানযটে অলি গলি দিয়ে ঢুকে ভোগান্তি এড়িয়ে গন্তব্যে পৌঁছানো যাবে এবং নিজের শরীরেরও ব্যায়াম হবে ও সুস্থ্য থাকবো।

এদিকে রাতে আব্দুল জলিল নামে স্থানীয় এক সাইকেল ম্যাকানিক বলেন, আমরা পুরানো সাইকেল ঠিক করতে প্রস্তুত রয়েছি। তেলের দাম বাড়ায় সাইকেলের প্রতি লোকে ঝুঁকবে। এতে করে অসাধুরা আবার প্যাডেলচালিত সাইকেলের দাম বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে লোকে পুরানো সাইকেল কিনতে হলে আমাদের সাইকেল ম্যাকানিকের দোকানের পুরানো সাইকেলগুলো কম দামে কিনে উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এরিপোর্ট লেখা পর্যন্ত রাত ১২ টার পর হতে শহরের ফিলিং স্টেশনগুলোতে অকটেন প্রতি লিটার ৯০ টাকা হতে বেড়ে ১৩৫ টাকা, পেট্রোল ৮৬ টাকা হতে বেড়ে ১৩০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮০ টাকা হতে বেড়ে ১১৪ টাকা দামে বিক্রি শুরু হয়ে গেছে।

পলাশ, শ্যামল,আরিফ নামে বেশ কয়েকজন বাইক আরোহী ক্ষুদ্ধ প্রতিক্রীয়া জানিয়ে বলেন, পেট্রোল পাম্পগুলোতে পূর্বের দামে কেনা তেল শেষ না হতেই আগেই তারা ১২ টার পর হতে নতুন সিদ্ধান্তের দামে তেল বিক্রি শুরু করে রাতারাতি লক্ষ লক্ষ টাকা আয় করা শুরু করলো। এখন প্যাডেল চালিত সাইকেলের দাম যাতে অসাধুরা বাড়িয়ে না দেয় এজন্য প্রশাসনের নজরদারি বাড়িয়ে মনিটরিং করার দাবী জানাচ্ছি।