জয় চন্দ্র নাগঃ চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে ৪ হাজার ৫৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যায় লঞ্চঘাট হতে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ৮নং বাগাদী ইউপির ৯নং ওয়ার্ডের ব্রাহ্মণসাকুয়ার ছৈয়াল বাড়ীর মোঃ মোতালেব হোসেন ছৈয়াল ও মোছাঃ ফজলুন্নেছা দম্পতির ছেলে সুমন (৩৪), শহরের ওয়ারলেছ বাজারের গুচ্ছগ্রামের খোলাপাড়া প্রকল্প আশ্রয় কেন্দ্রের মৃত কাজল হাওলাদার ও মাহফুজা বেগমের ছেলে মোঃ সুমন (৩২) এবং পিরোজপুরের নাজিরপুরের পূর্ব বানিয়ারির মোল্লা বাড়ীর মৃত মোঃ জহির ও মৃত লাইলী বেগমের ছেলে মোঃ আল আমিন (২৫)।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া বলেন, আসামীদের থেকে ৪,৫৫৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
এ অভিযান পরিচালনায় অংশ নেন চাঁদপুর সদর মডেল থানার এসআই নাদির শাহ্, এএসআই মোঃ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স।