... বিস্তারিত
চাঁদপুরে সাবেক এমপি হারুনুর রশিদের ১৭তম মৃত্যুবার্ষিকী ও বর্ণাঢ্য জীবন
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর সদর উপজেলার বর্তমান বিষ্ণুপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক এমপি হারুনুর রশিদের আজ ১৭তম মৃত্যুবার্ষিকী।
২০০৩ সালের ৫ ই নভেম্বর বার্ধক্যজনিত রোগে দুই দুইবার সাবেক এমপি হারুনুর রশিদ মৃত্যুবরণ করেন।
সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর অনুপ্রেরণায় তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন।
১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির এমপি হিসাবে সততা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করেন।
মৃত্যু কালীন সময়ে তিনি চার ছেলে তিন মেয়ে রেখে যান।
এমপি হারুনুর রশিদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ নভেম্বর শুক্রবার চাঁদপুর জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে।
এমপি হারুনুর রশিদের চতুর্থ ছেলে মোঃ আজাদ খান জানান, বাবা জীবিত থাকা অবস্থায় অসহায় ও হতদরিদ্র মানুষের সেবা করে গেছেন। সততা ও নিষ্ঠার সহিত তিনি দুইবার এমপি হিসেবে নির্বাচিত হয়ে দক্ষতার সহিত কাজ করে গেছেন।
বৃহস্পতিবার তার ১৭ তম মৃত্যুবার্ষিকী । মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।এরমধ্যে এতিমদের মাঝে খাবার বিতরণ,মাদ্রাসা মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে। হতদরিদ্র অসহায়দের সহযোগিতা করা হবে।
বাবা হারুনুর রশিদের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া কামনা করছি।
এমপি হারুনুর রশিদের বর্ণাঢ্য জীবন
চাঁদপুর সদর উপজেলার সাবেক আশিকাটি ইউনিয়নের কৃতি সন্তান মরহুম হারুনুর রশিদ খান এমপি বাংলাদেশ ভাষা আন্দোলনের সরাসরি অংশগ্রহণ করেছেন।
১৯৫২ সালের চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় ভারতে এলাকার দামাল ছেলেদের মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ গ্রহণের সার্বিক সকল প্রকার সহযোগিতা প্রদান করেন।
১৯৮২ থেকে ৮৮ সাল পর্যন্ত বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতির, পেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ঢাকা সদস্য,১৯৭০ থেকে ৮৬ সাল পর্যন্ত হাজী মহসিন জনকল্যাণ সমিতির সভাপতি,১৯৭৮ থেকে ৮৮ সালে ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সহ-সভাপতি ও উপদেষ্টা ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী অনুপ্রেরণায় তিনি জাতীয় পার্টির রাজনীতিতে যোগদান করেন।
১৯৮৬ সালে তিনি জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
১৯৮৮ সালে তিনি সর্বপ্রথম মতলব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিকাশের জন্য তিনি বৃত্তি ব্যবস্থা চালু করেন।
চাঁদপুরের দুই বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ খান ছিলেন চাঁদপুরের একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক। দীর্ঘ প্রায় ৪৩বছর চাঁদপুর মতলব উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা স্কুল-কলেজে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন।
প্রথম হারুনুর রশিদ খান শহর আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান পদে জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন।
এ বিদ্যালয়টি ৭৪ বছর যাবত শিক্ষা বিস্তারে অবদান রেখে চলেছে।
এছাড়া তিনি মুন্সিরহাট দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুন্সিরহাট কলেজে আজীবন সদস্য, মতলব বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, খেরুদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যসহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ সরকারের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে গেছেন।
মরহুম হারুনুর রশিদ খান এমপি ১৯৩৪ সালে পহেলা নভেম্বর চাঁদপুর সদর উপজেলার তৎকালীন আশিকাটি ইউনিয়নের শফরমালী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
