... বিস্তারিত
চাঁদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবীতে মানববন্ধন
অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে।
৭ই নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের অঙ্গীকার পাদদেশে এ মানববন্ধন করা হয়।
এতে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, উপদেষ্টা অজয় কুমার ভৌমিক, সহ-সভাপতি তপন সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, জেলা চালকল মালিক সমিতির সাবেক সভাপতি পরেশ মালাকার, জেলা শারদাঞ্জলি ফোরামের সভাপতি রিপন কুমার সাহা, জেলা হরিজন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আকাশ দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের সিনিয়র সদস্য অমরেশ দত্ত জয়, সদস্য রাহুল, দীপ সহ অঙ্গ সহযোগী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
এদিকে মানববন্ধনে সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রিতী বিনষ্টের পায়তারা করে উস্কানিমূলক নানান ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়ার নিন্দা জানানো হয়। সেই সাথে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
