স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের গাছতলাতে বাস অটোরিক্সার সংঘর্ষে ৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিহতরা সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন। শুক্রবার দুপুরে এ ঘটনায় ১ জন মারা গেলেও এখন পর্যন্ত এই মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাড়িয়েছে।
২ এপ্রিল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি আবদুর রশিদ। থানা পুলিশ সূত্র জানায়, চাঁদপুর রায়পুর আঞ্চলিক সড়কের ওই দুর্ঘটনায় রুবেল হোসেন(৩০) এর পর এবার মামুন হোসেন(৩০), অটোরিক্সা চালক আলাউদ্দিন(৩৫), কালু বেপারী(৭০) এর পৃথক সময়ে মৃত্যু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিহত কালু বেপারীর ভাতিজা সাইফুল ইসলাম বলেন, এখনো ঐ ঘটনায় ঢাকার ১টি হাসপাতালে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাজিয়া গ্রামের মীর মাঝির ছেলে আবদুল মাজেদ মাঝি (৬০), তার স্ত্রী পেয়ারা বেগম (৫০) ও তাদের সঙ্গে থাকা ৪ বছর বয়সী শিশু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি আবদুর রশিদ বলেন, আনন্দ পরিবহনের বাসটি চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে রায়পুরের উদ্দেশ্যে এবং সিএনজিচালিত অটোরিক্সাটি রায়পুর থেকে চাঁদপুরে প্রবেশ করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় স্থানীয় লোকজন বাসটিকে আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যান। বিক্ষুদ্ধ জনতা বাসের সামনের গ্লাস ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বাস ও সিএনজি থানা হেফাজতে নেয়।