... বিস্তারিত
চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় আলআমিন সাগরের করুন মৃত্যু
অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় আলআমিন সাগরের করুন মৃত্যুর খবর পাওয়া গেছে।
২২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় এ মৃত্যু হয়েছে বলে খবরে জানা যায়।
এদিকে আল-আমিন সাগরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ১৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল।
তিনি জানান, আল-আমিন সাগর বাইক চালাতে খুব পছন্দ করতো। আর সেই বাইকই কেড়ে নিলো তার প্রাণ। বিকালে সে কালিয়াপাড়া থেকে চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডস্থ ওয়াপদা গেইট তার নিজ বাড়িতে আসছিলো। পথেই সে সড়কে বাইক দূর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।
স্থানীয়রা জানান, আল-আমিন সাগরের পিতার নাম অলিমুদ্দিন গাজী। তারা ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে আল-আমিন সাগর ছিলো ২য়।
এদিকে আল-আমিন সাগরের মৃত্যুর খবর শুনে পুরো ওয়াপদাগেইট, তার বন্ধুমহল এবং স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
