... বিস্তারিত
চাঁদপুরে হাসান আলী স্কুলের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের উদ্যোগ
প্রান কৃষ্ণ দাস/সজল চন্দ্র দাসঃ চাঁদপুর শহরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহৎ উদ্যোগটি নিয়েছে স্কুলটির স্টুডেন্ট কেবিনেট। যা ১৪ই নভেম্বর শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
জানা যায়, এই উদ্যোগটি সফল করতে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। এর সাথে আরো সহযোগিতা করছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট সভাপতি (দিবা) আনাচ ইমন, সহ-সভাপতি শাহান, সাবেক সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ, সদস্য আবরার, মেহেদী প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করেছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট সভাপতি প্রিতম ঢালী। সে ‘হিলশা নিউজ’-কে জানায়, স্কুলের অ্যাসাইন্টমেন্ট জমা দিতে সকাল থেকে ছাত্ররা স্কুলে প্রবেশ করবে। আর করোনাকালীন সময় হওয়ায় তাদের স্বস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছে। যা সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত চলবে।
উদ্যোগ প্রসঙ্গে প্রিতম ঢালী ‘হিলশা নিউজ’-কে আরো জানায়, আমরা সকল ছাত্রের জন্য স্কুলে প্রবেশের মুহূর্তে সাবান দিয়ে হাত ধোঁয়ার ব্যবস্থা, আলাদা আলাদা জায়গায় এ্যাসাইনমেন্ট জমা, মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া এবং সচেতনতামূলক লিফলেট দেওয়ার উদ্যোগ নিয়েছি। আর যতদিন শিক্ষার্থীরা অ্যাসাইন্টমেন্ট জমা দিবে ততদিন এ উদ্যোগের কার্যক্রম চলবে।