সাগর আচার্য্যঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলার ৮টি উপজেলায় ২১৯ টি পূজা মণ্ডপে প্রতিমা তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সরকারিভাবে এবছর চাঁদপুর জেলা প্রশাসনের ত্রাণ শাখার পক্ষ থেকে প্রতিটি মণ্ডপের জন্যে ৫শ কেজি হিসেবে ১১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।
আসন্ন শারদীয় দুর্গা পূজোৎসবকে ঘিরে জেলার ৮ উপজেলায় চলছে আনন্দ-উদ্দীপনা।
এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ,উপজেলা প্রশাসন সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নিতে ধাপে ধাপে আলোচনা সভা সম্পন্ন করেছে। জেলা ও প্রতিটি উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটিও গ্রহণ করেছে বিভিন্ন পদক্ষেপ।
এ বছর জেলার ৮টি উপজেলায় ২১৯ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। এর মধ্যে চাঁদপুর সদরে ৩৬ টি, হাজিগঞ্জে ২৯ টি, কচুয়ায় ৪১ টি, হাইমচরে ৬ টি,শাহরাস্তি ১৮ টি, ফরিদগঞ্জে ২০ টি, মতলব দক্ষিণে ৩৮ টি এবং মতলব উত্তরে ৩৮ টি পূজামণ্ডপ প্রস্তুত করা হচ্ছে।
এবছর চাঁদপুর সদর উপজেলায় ৩৬ টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলো হলো, কালীবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, রামকৃষ্ণ আশ্রম, গুহ বাড়ি, মিনার্ভা পূজা মণ্ডপ, গুয়াখোলা কুন্ডর বাড়ি পূজা মণ্ডপ, নতুন বাজার প্রতাপ সাহার বাড়ী পূজামণ্ডপ, স্বর্ণখোলা সন্তোষী মায়ের মন্দির পূজা মণ্ডপ, নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দির পূজা মণ্ডপ, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনীন দূর্গা মণ্ডপ, হরিজন পল্লী দুর্গা মণ্ডপ, মজুমদার বাড়ি পূজা মণ্ডপ, পুরান বাজার বারোয়ারি পূজা মন্ডপ, দাসপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ, নিতাইগঞ্জ পূজা মণ্ডপ, মহাবীর মন্দির পূজা মণ্ডপ, , পানের গোলা দুর্গা মন্দির পূজা মণ্ডপ, পুরান বাজার নবতারা পূজা মণ্ডপ, পুরান বাজার ঘোষপাড়া পূজা মণ্ডপ, জাফরাবাদ পালপাড়া পূজা মণ্ডপ, নিতাইগঞ্জ রণজিৎ দাসের বাড়ি পূজা মণ্ডপ, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির পূজা মণ্ডপ, নিতাইগঞ্জ কার্তিক সাহার বাড়ি পূজা মণ্ডপ, দাসপাড়া প্রভাতী সংঘ পূজা মন্ডপ, বাবুরহাট শিলন্দিয়া সার্বজনীন পূজা মণ্ডপ, শিলন্দিয়া সত্যনারায়ণ সেবা সংঘ পূজা মণ্ডপ, দাসাদী স্বর্গীয় সুরেশ চন্দ্র দাসের বাড়ি পূজা মণ্ডপ, বাবুরহাট স্বর্গীয় রমেশ চন্দ্র দে বাড়ি পূজা মণ্ডপ, ডাসাদী বড় সূত্রধর বাড়ি পূজা মণ্ডপ, দামোদরদী কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি পূজা মণ্ডপ, মহামায়া দত্তবাড়ি পূজা মণ্ডপ, মৈশালবাড়ি পূজা মণ্ডপ, উত্তর চর বাকিলা বড় সূত্রধর বাড়ি পূজা মন্ডপ, বালিয়া রাধাগোবিন্দ মন্দির পূজা মণ্ডপ এবং জে এন সেনগুপ্ত সড়কের অকাল বোধন সংঘ পূজা মণ্ডপ।
এবছর ফরিদগঞ্জ উপজেলায় ২০ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলো হলো, লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া মন্দির, দাসপাড়া যুব সংঘ, রামকৃষ্ণ আশ্রম, চান্দ্রাবাজার লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া মন্দির, শাহপুর নবকিশোর পূজা মন্দির, আলোনিয়া রাধা-গোবিন্দ হরি সভা মন্দির, দক্ষিণ রূপসা সার্বজনীন দূর্গা মন্দির, গুপ্টি সার্বজনীন দুর্গা মন্দির, আইটপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, তাম্রশাসন সার্বজনীন দুর্গা মন্দির, আষ্টা সার্বজনীন দুর্গা মন্দির, বাসারা সার্বজনীন দুর্গা মন্দির, বৈচাতরী সার্বজনীন দুর্গা মন্দির, আষ্টা বিনোদ বিহারী রায়ের বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, শ্রীকালিয়া দূর্গা মণ্ডপ, বৈচাতরী হরিসভা মন্দির, দক্ষিণ ধানুয়া গৌরাঙ্গ মহাপুকুর মন্দির, রূপসা সর্বমঙ্গলা সংঘ ও চান্দ্রা শীল বাড়ি রাধা গোবিন্দ মন্দির।
এবছর শাহরাস্তি উপজেলায় ১৮ টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলো হলো, মেহের কালী বাড়ি দুর্গা পূজা মন্দির, পালপাড়া দুর্গা পূজা মন্দির, উপলতা পূজা মন্ডপ, চৌধুরী বাড়ি পূজা মন্দির, দক্ষিণ রায়শ্রী নাহারা ভৌমিক বাড়ির পুজা মন্দির, দক্ষিণ রায়শ্রী জগবন্ধু সাধুর বাড়ি পূজা মন্দির, দক্ষিণ রায়শ্রী পালবাড়ি পূজা মন্দির, দক্ষিণ রায়শ্রী প্রসন্নপুর পূজা মন্দির, পশ্চিম চিতোষী নুনীয়া দত্ত বাড়ি পূজা মন্দির, উত্তর সূচিপাড়া অধিকারী বাড়ি পূজা মন্দির, উত্তর সূচিপাড়া মজুমদার বাড়ি পূজা মন্দির, পূর্ব চিতোষী খিতার পাড় পূজা মন্দির, ছিখটিয়া পূজা মন্দির ও গৌরাঙ্গ সরকারের বাড়ি পূজা মন্দির ও কুলশী ঠাকুর বাড়ি পূজা মন্ডপ।
এবছর হাজীগঞ্জ উপজেলায় ২৯ টি মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলো হল, রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির, মকিমাবাদ জমিদার বাড়ি সার্বজনীন পূজা মন্দির, বলাখাল চৌধূরী বাড়ির সার্বজনীন পূজা মন্দির, বলাখাল শীল বাড়ি সার্বজনীন পূজা মন্দির, বলাখাল হরি সাহার বাড়ি সার্বজনীন পূজা মন্দির, বলাখাল নদী দাস বাড়ি সার্বজনীন পূজা মন্দির, রাজাপুর রামচন্দ্র দেবনাথ বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, রামপুর চৌধুরী বাড়ি সার্বজনীন পূজা মন্দির, রামপুর অতুল চন্দ্র গোস্বামীর বাড়ি সার্বজনীন পুজা মন্দির, বড়কুল ঠাকুর বাড়ি সার্বজনীন পূজা মন্দির, বাকিলা বিবি রায় চৌধূরী বাড়ি সার্বজনীন পূজা মন্দির, বাকিলা মাখন লাল মন্ডল বাড়ি সার্বজনীন মন্দির, হাটিলা গৌরনিতাই সেবাশ্রম সার্বজনীন পূজা মন্দির, নাছিরকোট সূর্যমনি সরকার বাড়ি সার্বজনীন পূজা মন্দির, রাজার গাঁও মুকুন্দসার সুত্রধর বাড়ি সার্বজনীন মন্দির, রাজার গাঁও স্বর্গীয় জামিনি কান্ত কবিরাজ বাড়ি সার্বজনীন মন্দির, মালিগাঁও ভরত চন্দ্র বেপারী বাড়ি সার্বজনীন মন্দির, হাজিগঞ্জ রামপুর বড় বাড়ি দুর্গা মন্দির, গন্ধব্যপুর ও পূর্ব হরিপুর রেজি. প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন দুর্গা মন্দির, বেলঘর মজুমদার বাড়ি সার্বজনিন দুর্গা মন্দির, মকিমাবাদ নবদুর্গা সংঘ, ত্রিশোল সংঘ, আলগী দাস বাড়ি সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ ও সোনাইমুড়ি বড় সূত্রধর বাড়ি দুর্গাপূজা মণ্ডপ।
হাইমচর উপজেলায় ৬টি পূজা মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলো হলো, পশ্চিম চরকৃষ্ণপুর জগন্নাথ মন্দির, কমলাপুর আলগী দুর্গাপুর দুর্গা দেবীর মন্দির, উত্তর চরভৈরবী পুর্ন ব্রহ্ম হরিচাদঁ ঠাকুর আশ্রম, দক্ষিন চরভৈরবী গৌড়নিতাই আশ্রম, পাড়া বগুলা মজুমদার বাড়ি দুর্গা মন্দির ওচরভাঙ্গা রাধা- গোবিন্দ মন্দির।
কচুয়া উপজেলার ৪১ টি পুজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলো হলো, সাচার জগন্নাথধাম দুর্গা মন্দির, সাচার পোদ্দার বাড়ি দুর্গা মন্দির, সাচার ঘোষ বাড়ি দুর্গা মন্দির, বায়েক কালীবাড়ি দুর্গা মন্দির, বায়েক সরকার বাড়ি দুর্গা মন্দির, সাচার মধ্যপাড়া দুর্গা মন্দির, গোৎপুর যুব উন্নয়ন সংঘ, শিবপুর বসু বাড়ি দুর্গা মন্দির, মাঝিগাঁছা দুর্গা মন্দির, বিতারা পালবাড়ি দুর্গা মন্দির, পালাখাল সাহাবাড়ি দুর্গা মন্দির, তিলকিয়া ভিটি বেপারী বাড়ি দুর্গা মন্দির, দোহাটি হালদার বাড়ি দুর্গা মন্দির, আলীয়ারা ব্যাজ বাড়ি দুর্গা মন্দির, দারচর দাস বাড়ি, জলা তেতুইয়া সার্বজনীন দুর্গা মন্দির, ঘাগড়া আখড়া বাড়ি দুর্গা মন্দির, রাজাপুর সরকার বাড়ি দুর্গা মন্দির, তুলপাই সাহা বাড়ি দুর্গা মন্দির, আয়মা গোসাই বাড়ি দুর্গা মন্দির, হায়াতপুর বড় বাড়ি দুর্গা মন্দির, ডুমুরিয়া আখড়া বাড়ি দুর্গা মন্দির, বেতপুর মজুমদার বাড়ি দুর্গা মন্দির, নাউলা দত্ত বাড়ি দুর্গা মন্দির, নাউলা দাস বাড়ি দুর্গা মন্দির, গোবিন্দপুর সুতার বাড়ি দুর্গা মন্দির, চাঙ্গিনি দুর্গা বাড়ি দুর্গা মন্দির, চাঙ্গিনি মজুমদার বাড়ি দুর্গা মন্দির, পিপলকড়া বেনু মজুমদার বাড়ি দুর্গা মন্দির, পিপলকড়া বিমল মেম্বার বাড়ি দুর্গা মন্দির, মাছিমপুর সরকার বাড়ি দুর্গা মন্দির, কড়ইয়া বেপারী বাড়ি দুর্গা মন্দির, কড়ইয়া কালী বাড়ি মন্দির, কোয়া দাস বাড়ি দুর্গা মন্দির, কোয়া পোদ্দার বাড়ি, কান্দার পাড় দুর্গা মন্দির, মাসুমপুর দুর্গা বাড়ি দুর্গা মন্দির, নাহারা দূর্গা মন্দির ও সাচার ঘুঘরা বাড়ি দুর্গা মন্দির।
মতলব উত্তর উপজেলায় ৩১টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলো হলো,ছেঙ্গারচর কাঁলা চাঁদ আখড়া, বিষ্ণুচন্দ্র দত্তবাড়ি দুর্গা মন্দির, রঘুনাথপুর সরকার বাড়ি দুর্গা মন্দির, রাধেশ্যাম দুর্গা বাড়ি দুর্গা মন্দির, জহরলাল দুর্গা বাড়ি দুর্গা মন্দির, ধীরেন্দ্র মাস্টার বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর গনেশ দাসের বাড়ি দুর্গা মন্দির, শুকলাল মাস্টার বাড়ি দুর্গা মন্দির, নান্দুর কান্দি হাওলাদার বাড়ি দুর্গা মন্দির, গজরা সার্বজনীন দুর্গা মন্দির, স্বর্গীয় জীবন ঘোষের বাড়ি দুর্গা মন্দির, হারাধন রায়ের বাড়ি, শ্যামাচরণের বাড়ি, চরপাথালিয়া প্রানকৃষ্ণ দাস বাড়ি দুর্গা মন্দির, হরগৌরি শ্মশান সংলগ্ন দুর্গা মন্দির, জলধর দাস বাড়ি দুর্গা মন্দির, অমৃত লাল নাগ অতুল বেপারী বাড়ি দুর্গা মন্দির, মধ্যম ডালিম খা সরকার বাড়ি দুর্গা মন্দির, স্বর্গীয় সুকুমার লাল বাড়ি দুর্গা মন্দির, অতুল চন্দ্র অধিকার বাড়ি দুর্গা মন্দির, তিতার কান্দি ঘোষ বাড়ি দুর্গা মন্দির, স্বর্গীয় কামিলিচরণ মন্ডল বাড়ি দুর্গা মন্দির, আনার পুর হিন্দু বাড়ি দুর্গা মন্দির, দুর্গাপুর আশ্রয় কেন্দ্র দুর্গা মন্দির, গজরা মনোরঞ্জন বনিকের বাড়ি দুর্গা মন্দির, ধনাগোদা রায়েরকান্দি শ্মশান দুর্গা মন্দির ও জ্যোতিলাল মাস্টার বাড়ি দুর্গা মন্দির।
মতলব দক্ষিণ উপজেলায় ৩৮টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলো হলো, জগন্নাথ দেবের মন্দির, কলাদি হারাধন চক্রবর্তী বাড়ি দুর্গা মন্দির, কলাদি স্বর্গীয় নগেন্দ্র সাহার বাড়ি দুর্গা মন্দির, দক্ষিণ বাইশপুর অরুন দাসের বাড়ি দুর্গা মন্দির, ধনার পাড় দেবেন্দ্র বৈদ্যের বাড়ি দুর্গা মন্দির, গোলদার বাড়ি দুর্গা মন্দির, বোয়ালিয়া স্বর্গীয় নগেন সাহার বাড়ি দুর্গা মন্দির, বোয়ালিয়া হরিসভা দুর্গা মন্দির, স্বর্গীয় হিমাংশু চক্রবর্তী বাড়ি দুর্গা মন্দির, উত্তর নলুয়া বলাই দাসের বাড়ি দুর্গা মন্দির, বোয়ালিয়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির, দিঘলদী হরি চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, মাধাব ঠাকুরের বাড়ি দুর্গা মন্দির, বড়দিয়া স্বর্গীয় কেদার রায় চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দির, উপাদি দশরথ সেনের বাড়ি দুর্গা মন্দির, বালুচর অমূল্য মাস্টার বাড়ি দুর্গা মন্দির, সুখেন্দ্র সূত্রধরের বাড়ি দূর্গা মন্দির, লামচড়ি সুখেন্দ্র মাস্টার বাড়ি দুর্গা মন্দির, কাশী কিত্তনীয়া বাড়ি দুর্গা মন্দির, সরকার বাড়ি দুর্গা মন্দির, মাছুয়া খাল স্বর্গীয় কুঞ্জসাহার বাড়ি দুর্গা মন্দির, নারায়ণপুর চৌধুরী বাড়ি দুর্গা মন্দির, জয়কালী বাড়ি দুর্গা মন্দির, সুধাংশু ঠাকুরের বাড়ি দুর্গা মন্দির, বেপারী বাড়ি দুর্গা মন্দির, চারটভাঙ্গা নিখিল দাসের বাড়ি দুর্গা মন্দির, স্বর্গীয় সচিন দাসের বাড়ি দুর্গা মন্দির, কাশিমপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, কাশেমপুর প্রধানিয়া বাড়ি দুর্গা মন্দির, কাশিমপুর সরকার বাড়ি দুর্গা মন্দির, নায়েরগাঁও সুনীল দাসের বাড়ি দুর্গা মন্দির, তাত খান পরিতোষ পালের বাড়ি দুর্গা মন্দির ও গোলদার বাড়ি দুর্গা মন্দির।