স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের ঘোষেরহাট থেকে ২২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে ডিবি।
১০ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ডিবি’র ওসি মোঃ এনামুল হক চৌধুরী।
ডিবি সূত্র মতে, আটক ৩ জন মাদক কারবারী। এরা হলেন মহসিন (৩০), মোঃ হাবিবুর রহমান (২৫) এবং আরিফুল ইসলাম সজল (৩০)। যাদের থেকে মাদক পরিবহনকালে ১টি মাইক্রোবাসও জব্দ করা হয়।
এ বিষয়ে ডিবি’র ওসি মোঃ এনামুল হক চৌধুরী বলেন, কুমিল্লা থেকে ২২ কেজি গাঁজা ক্রয় করে মাইক্রোবাস যোগে আসামীরা চাঁদপুর হয়ে নারায়নগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলো। সেখানে রুপগঞ্জের জনৈক ওমর ফারুকের (৩৫) নিকট এই গাঁজা পৌছে দেওয়ার কথা ছিলো। পরবর্তীতে আমাদের তল্লাশীকালে তারা মাদকসহ আটক হয়। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।