স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের পালবাজার ব্রীজ এলাকা হতে একটি ইজিবাইক তল্লাশী করে সিট কভারের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২টি প্যাকেট থেকে মোট ২কেজি গাঁজাসহ ১ জনকে আটক করা হয়।
৮ জুলাই শনিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।আটককৃত ব্যক্তি হচ্ছেন শহরের মধ্যম শ্রীরামদি এলাকার বাসিন্দা মোঃ কালু মাঝি (৪৫)।
খন্দকার মুনিফ তকি বলেন, একটি ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেয়া হয়। কিন্তু না থামানোয় পরে অভিযান চালিয়ে এই গাঁজা জব্দ করা হয়। পরে অবৈধ মাদক এই গাঁজা ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের সশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা অর্থদন্ড দেয়া হয়।একই সাথে জব্দকৃত গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় কোস্টগার্ডের চাঁদপুরের স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান ও সদরের এসিল্যান্ড মোঃ হেদায়েত উল্যাহ উপস্থিত ছিলেন।