স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এম আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০জন দৃস্টি প্রতিবন্ধী কোরানে হাফেজকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ফাউন্ডেশনের পক্ষে এ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে সর্বমোট ৩০ হাজার টাকা প্রদান করেন। আর এ টাকা সবার পক্ষে গ্রহণ করেন দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মো.ইব্রাহিম খলিল।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি সোহেল রুশদী, এম আলী ফাউন্ডেশনের সভাপতি মো. নুরুল আলম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।