স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে ৩০ জন প্রতিবন্ধী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে হুইলচেয়ার পেয়েছে।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চাঁদপুরের আয়োজনে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) মোঃ মেহেদী হাসানসহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চাঁদপুরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।