অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে করোনা পরিস্থিতি মাথায় রেখে চরম সতর্কতার মধ্য দিয়ে স্বল্প আয়োজনে ৩১শে অক্টোবর শনিবার উদযাপিত হবে কমিউনিটি পুলিশিং ডে। যার আয়োজন সুন্দরভাবে সফল করতে দফায় দফায় সভা করা হচ্ছে।
২৭শে অক্টোবর মঙ্গলবার এমনটি জানিয়েছে সংশ্লিষ্টগণ।
এ ব্যপারে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন ‘হিলশা নিউজ‘-কে জানান, আমরা সীমিত পরিসরে এবার কমিউনিটি পুলিশিং ডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছি। দিনটিতে সামাজিক দূরুত্ব নিশ্চিত রাখতে নেওয়া হচ্ছে নানান রকমের পরিকল্পনা। আমরা এই অনুষ্ঠানটি জেলা পুলিশ লাইন্সে করবো ভেবে ওটাকে প্রাথমিক ভ্যাণু ধরেই কাজ এগিয়ে নিচ্ছি।
আয়োজন প্রসঙ্গে সুফী খায়রুল আলম খোকন ‘হিলশা নিউজ‘-কে আরো জানান, কমিউনিটি পুলিশিং ডে উদযাপন অনুষ্ঠানে আমরা কমিউনিটি পুলিশিং বেষ্ট অফিসার (সিপিও) এবং কমিউনিটি পুলিশিং বেষ্ট মেম্বার (সিপিএম) দের ক্রেস্ট ও সম্মাননা দেওয়ার আয়োজন রাখছি। সেখানে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ জেলার ৮ উপজেলা ও ৭ পৌরসভার কমিউনিটি পুলিশিংয়ের নেতৃবৃন্দসহ জেলার গণমাণ্য ব্যক্তিবর্গগণ ও মিডিয়া কর্মীগণ উপস্থিত থাকবেন। যা সকালে দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা অনুযায়ী সমাপ্ত করার জন্যই দফায় দফায় সভা করছি।
এ ব্যপারে জেলা কমিউনিটি পুলিশিংয়ের ইনচার্জ বকুল বড়ুয়া ‘হিলশা নিউজ‘-কে জানান, করোনা পরিস্থিতি হওয়ায় এবারের কমিউনিটি পুলিশিং ডে স্বল্প সময়ের মধ্যে সমাপ্ত করার আয়োজন চলছে। তাই আলোচনা সভাসহ সর্বক্ষেত্রে কড়া নজরদারির সাথে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুরো আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি বর্তমানে সমাপ্তির পথে রয়েছে।