অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে পরিবেশ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ৫টি অবৈধ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
৮ই ডিসেম্বর বুধবার দিনব্যাপী অভিযানে এই জরিমানা করা হয়।
চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে চাঁদপুর সদরের পশ্চিম সকদির মেসার্স এ বি এম ব্রিকস, নানুপুরের মেসার্স নানুপুর ব্রিকস, ফরিদগঞ্জের মুন্সীরহাটের মেসার্স মুন্সীরহাট ব্রিকস, মেসার্স মামুন এন্ড ব্রাদার্স ব্রিকস, নুরপুরের মেসার্স উটতলী নূরপুর ব্রিকসের প্রতিটিকে ১ লক্ষ টাকা করে সর্বোমোট ৫ লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষনিক আদায় করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ জানান, এই অভিযানে চাঁদপুর সদরে ২টি এবং ফরিদগঞ্জে ৩টি সহ মোট ৫টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী। তিনি মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদের বৈধভাবে ইটভাটা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করেন। অবৈধ সকল ইটভাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। এ সময় চাঁদপুর জেলা পুলিশের টিম অভিযানে সহায়তা করে।