স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরে ৬ষ্ঠ মুড়ি উৎসবের ৫ম দিনেও আনন্দঘন পরিবেশে মুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১’লা ডিসেম্বর বুধবার সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ উৎসব করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে নৃত্যধারা চাঁদপুরের অধ্যক্ষ ও জেলা শিল্পকলা একাডেমীর নৃত্য প্রশিক্ষক সোমা দত্ত।
তিনি বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনা লালনকারী সব কিছুতেই নিজেকে সম্পৃক্ত করতে পছন্দ করি। মুড়ি উৎসব আমার কাছে একটি ভাতৃত্ব বন্ধন। তাই এই মুড়ি উৎসবকে এগিয়ে নিতে আমাদের সব রকমের সহযোগিতা থাকবে।
৬ষ্ঠ মুড়ি উৎসব উদযাপন কমিটির সদস্য পরিমল দাস নূপুরের সভাপতিত্বে এবং সদস্য পলাশ মজুমদারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ-এর চাঁদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক অমরেশ দত্ত জয়, শিশু থিয়েটার চাঁদপুরের সভাপতি পিএম বিল্লাল, মুড়ি উৎসব উদযাপন কমিটির শংকর রায়, চাঁদপুর ড্রামার সহ-সভাপতি মজিবুর রহমান দুলাল, নজরুল ইসলাম রনি, সহ-সাংস্কৃতিক সম্পাদক ইমতিয়াজ উদ্দীন মাসুদ, শিশু থিয়েটার চাঁদপুরের প্রতিষ্ঠাতা সদস্য শৈবাল মজুমদার প্রমূখ।
পরে সবাই উৎসবের স্লোগান অনুযায়ী ‘করোনাকালে ভিন্ন পাত্রে মুড়ি খাই- করোনাকে বিদায় জানাই স্লোগান সামনে রেখে মুড়ি খেয়ে উৎসব উদযাপন করেন।