মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদরের হরিণাঘাটের চৌরাস্তা হতে ৫২ কেজি গাঁজা বহনকালে প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।
১৪ আগষ্ট সোমবার রাতে মাদকবিরোধী অভিযানে এ আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, কুমিল্লার লাঙ্গলকোটের নুরপুর গ্রামের মোঃ মোজাম্মেল হোসেন(২৩) এবং কুমিল্লা সদর দক্ষিণের তাজের ভোমরা এলাকার মৃত জালাল আহমেদের ছেলে মোঃ আল আমিন(২৭)। আটককৃতদের বিরুদ্ধে ডিএনসি চাঁদপুরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে চাঁদপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম ‘হিলশা নিউজ’-কে বলেন, আটককৃত দুজনেই মাদক ব্যবসায়ী। তাদের থেকে ৫২ কেজি গাঁজা এবং এই মাদক পরিবহনকারী প্রাইভেটকারটি জব্দ করেছি। আমাদের মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।