শ্যামল সরকারঃ চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯৭ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক কারবারি কে গ্রেফতার করা হয়েছে।
১৩ মার্চ সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন।
তিনি বলেন, উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। তখন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোঃ আলমগীর ভূঁইয়া ও শাহনাজ বেগমের ছেলে মোঃ শাহিন ভূঁইয়া (২০)কে ৯৭ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই।
তিনি বলেন, আসামীর বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারা দেশের মতো চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত রেখেছি।