হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুরে গান শোনাতে আসছেন সময়ের কিংবদন্তী তারকা শিল্পী জেমস। শুধু তাই নয় থাকবেন ডিজে পরীসহ একাধিক তারকারা।
২৪ এপ্রিল সোমবার এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে এসব তারকারা গান শোনাবেন। আর তারকাদের এমন মনমুগ্ধকর মঞ্চ মাতানো সরাসরি উপভোগ করা যাবে নির্ধারিত টিকিট মূল্যের মাধ্যমে।
বিষয়টি ‘হিলশা নিউজ’-কে নিশ্চিত করেছেন ২০০০ ব্যাচের পুনমির্লনী অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ও সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু।
তিনি ‘হিলশা নিউজ’-কে বলেন, আমরা চমৎকার করে স্টেজ সাজিয়েছি। সকাল ১১ টা হতে আমাদের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরমধ্যে র্যালী, র্যাফেল ড্রসহ নানা আয়োজন রয়েছে। তবে যেহেতু এটা একটা নির্দিষ্ট একটা ব্যাচের আয়োজন। তাই অনুষ্ঠানের সুশৃঙ্খলতা রাখতেই আমরা উন্মুক্ত আয়োজন রাখছি না।
তিনি ‘হিলশা নিউজ’-কে বলেন, আমাদের শিল্পীদের মঞ্চ মাতানো গান যাতে তৃপ্তিসহকারে শুনতে পারে এবং চোখ ধাঁধানো সব পারফমেন্স একটু শান্তিতে উপভোগ করতে পারে। সেজন্য আমরা স্টেডিয়ামের ভেতরে কাছ থেকে দেখার জন্য সাধারণ দর্শকদের জন্য ৫০০ টাকা এবং গ্যালারীতে বসে দেখার জন্য ৩০০ টাকা টিকেট নির্ধারণ করে দিয়েছি। বিনাটিকেটে কাউকে আমাদের স্বেচ্ছাসেবকগণ প্রবেশ করতে দিবেনা। তাই দিনভর এমন আয়োজন উপভোগ করতে সকলকে অনুষ্ঠান স্থল হতে দ্রুত টিকেট সংগ্রহের অনুরোধ জানাচ্ছি।