স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর শহরের লঞ্চঘাট হতে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ১ জন আটক হয়েছে। ১৬ আগস্ট বুধবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছিলো। তখন মিতালী লঞ্চ হতে ৫টি ব্যাগে থাকা ১০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত লোকের নাম মোঃ জানু মিয়া(৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের উত্তর জগতসার গ্রামের বাসিন্দা। মূলত তিনি কুমিল্লা হতে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে লঞ্চযোগে ঢাকা নিয়ে যাচ্ছিলো।পরে আটকৃত ব্যাক্তি ও জব্দকৃত মাদক গাঁজা চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এর আগে অভিযানে কোস্টগার্ড চাঁদপুরের ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।