হাজীগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়। গতকাল হাজীগঞ্জ উপজেলার শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউড় আখড়ায় এক অসহায় দরিদ্র মেয়েকে সাবলম্বী করার জন্য একটি সেলাই মেশিন উপহার দিয়ে হয়।
সনাতনীদের কল্যানে কাজ করার জন্য সব সনাতনীরা এক হয়ে কাজ করতে হবে। এমন বক্তব্য রাখেন চাঁদপুর জেলার নেতৃবৃন্দরা।
এই সময়ে চাঁদপুর জেলার নেতৃবৃন্দকে হাজীগঞ্জ উপজেলার হিন্দু মহাজোটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কমিটির সভাপতি শিবু চন্দ্র দাস,সহ-সভাপতি চঞ্চল সাহা, সাধারণ সম্পাদক মানিক গোস্বামী, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, প্রচার সম্পাদক শ্রী তপন চন্দ্র বর্মন, হাজীগঞ্জ উপজেলার মহাজোট এর সভাপতি গণেশ আইচ, সিনিয়র সভাপতি নেপাল বাবু, সহ- সভাপতি বাবুল দাস, সহ- সভাপতি অজয় সরকার, সাধারণ সম্পাদক সুজন সরকার, সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক কৌশিক বনিক, সহ- সাংগঠনিক সম্পাদক দুলাল দাস।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলার শাখার সাবেক দপ্তর সম্পাদক শ্রী প্রেমিক সরকার সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক বাপন দাস পাপন, মানবাধিকার বিষয়ক সম্পাদক সুজন দাস।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সাধারণ সম্পাদক শ্রী দুলাল সরকার, চন্দ্রজিৎ দাস,হরেকৃষ্ণ, রনজিৎ চৌধুরী, প্রভাত, গীতা রানী সরকার। সেলাই মেশিন উপহার দিতে আথিক সহযোগিতা করেন প্রবাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা সহসভাপতি শ্রী সুমন দাস (বাপ্পী)।