হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী ওবায়দুর রহমান তৃপ্তি কিডনি সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
১৫ জুন বৃহস্পতিবার ‘হিলশা নিউজ’-কে বিষয়টি নিশ্চিত করেন তৃপ্তি নিজেই।
জানা যায়, বুকে প্রচন্ড ব্যাথা এবং কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন ওবায়দুর রহমান তৃপ্তি। ওরে উন্নত চিকিৎসার তিনি ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী ওবায়দুর রহমান তৃপ্তি বলেন, আমি অসুস্থ্য হওয়ায় চিকিৎসাধীন রয়েছি। যারা নানাভাবে খোঁজখবর নিচ্ছেন এবং পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বপরি দ্রুত যাতে সবার মাঝে ফিরে আসতে পারি এজন্য সকলের দোয়া চাই।