স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে দলিল লেখকদের কর্মদক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরণ বিষয়ক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ মে মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এই কর্মশালায় সভাপতি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন চাঁদপুর জেলা রেজিস্ট্রার মহসীন আলম।
সকাল ১০টায় শুরু হয়ে এ কর্মশালা চললে বিকাল ৪টা পর্যন্ত। এতে চাঁদপুরের প্রায় ১৫০ জন দলিল লেখক অংশ নেন।
এসময় জাতীয় শুদ্ধাচার,স্বচ্ছতা,জবাবদিহিতা ও দলিল লেখকদের অধিকারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর সদর সাবরেজিস্ট্রার একেএম মাহমুদুল, ফরিদগঞ্জ সাব রেজিষ্ট্রার মোঃ আরিফুর রহমান, হাজীগঞ্জ সাব রেজিস্টার আব্দুল কাদির,কচুয়া সাব রেজিস্ট্রার রিয়াজুল ইসলাম,চিতোষী সাব-রেজিস্ট্রার ফরিদা আক্তার,মতলব দক্ষিণ সাব-রেজিস্টার সাজেদা আক্তার ও হাইমচর উপজেলা সাব- রেজিস্ট্রার সাহেদ হোসেন চৌং।
বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর জেলা দলিল লিখক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বিল্লাল।
জেলা রেজিস্ট্রার বক্তব্যে বলেন,দেশের রাজস্ব খাতে রেজেস্ট্রি বিভাগে দলিল লিখকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।তাই জনগণের আস্থা অর্জন ও অধিকার প্রতিষ্ঠায় দলিল লিখকদের আরো স্বচ্ছতা এবং জবাবদিহিতা রয়েছে। মানুষের শিক্ষার কোন শেষ নেই।
প্রশিক্ষণের বিষয়াদি কাজে লাগিয়ে দলিল লিখকদের এই প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করতে হবে।বর্তমানে দলিলের মানোন্নয়ন ও বিভিন্ন রেজিস্ট্রেশন আইন সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।