স্টাফ রিপোর্টারঃ বিএনপিকে একটি অবৈধ দল বলে অ্যাখ্যায়িত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার বিকালে চাঁদপুর জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশে তিনি এ অ্যাখ্যা দেন।
মন্ত্রী বলেন,এই বিএনপি ক্যান্টনমেন্টে অবৈধ সেনা শাসকের পকেট থেকে জন্মেছে। আর এরপরই এদেশে সমস্ত ঋণ খেলাপির জন্ম দিয়েছে। আর তারাই এদেশের শিক্ষা ব্যবস্থা ও ছাত্র সমাজকে কুলসিত করেছিলো।
চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গভেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ জেলা উপজেলার শীর্ষ পর্যায়ের নেতাগণ।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ কখনো ভাঙ্গতে পারবে না। দলে প্রতিযোগিতা থাকুক তবে প্রতিহিংসা যেন না চলে আসে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। দলের প্রশ্নে এবং নেত্রীর প্রশ্নে সবাই এক ও অভিন্ন বলে নেতারা মন্তব্য করেছেন।
সমাবেশে জেলা উপজেলার আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা মিছিলসহ যোগদান করে।