স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা আওয়ামীলীগ থেকে সাংগঠনিক বিবিধ শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাসান খানকে অব্যাহতি দেয়া হয়েছে।
গেলো বছরের ১৫ জুন বৃহস্পতিবার জেলা আওয়ামীলীগের প্যাডে এই অব্যাহতি দেয়া হয়। এতে স্বাক্ষর করেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
এক তথ্যে দেখা যায়, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী সদস্য হিসাবে সাংগঠনিক বিবিধ শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে হাসান খানের নিকট লিখিতভাবে পত্র মাধ্যমে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। সে বিষয়ে হাসান খান লিখিত উত্তর দেন।
পরে সার্বিক বিবেচনায় হাসান খানের বক্তব্য সন্তোষজনক না হওয়ায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক দলীয় ভাবমূর্তি ক্ষুন্নের দায়ে তাকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য পদ হতে অব্যাহতি প্রদান করা হয়।