স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার চান্দিনায় দূর্ঘটনায় স্বীকার হওয়া চাঁদপুরের আঞ্জুমান খাদেমুল ইনসান সংগঠনের অ্যাম্বুলেন্স থেকে ৬শ’ ৯ বোতল ফেন্সিডিল উদ্ধারকে কেন্দ্র করে যারা জেলা আওয়ামীলীগকে নিয়ে অপপ্রচার সোশ্যাল মিডিয়ার ফেসবুকে চালিয়েছে তাদের শনাক্তকরন কার্যক্রম চলছে। এদের মধ্যে দলীয় যারা তাদের নাম কেন্দ্রে সাংগঠনিক ব্যবস্থার জন্য পাঠানো হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৩ মে শুক্রবার রাতে নিজ বাসভবনে এক সাক্ষাৎকারে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র নাছির উদ্দীন আহমেদ এসব কথা জানিয়েছেন।

তিনি বলেন, আমরা দেখেছি ছাত্রলীগ ও যুবলীগের বর্তমান ও সাবেক কতিপয় নামধারী নেতা ফেসবুকে জেলায় তাদের অভিভাবক সংগঠন আওয়ামীলীগকে জড়িয়ে নানান কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছে। এতে তারা যে অনুপ্রবেশকারী এবং বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে আগামী নির্বাচনকে সামনে রেখে দলের ক্ষতিসাধনে কাজ করছে তা আমাদের আর বুজতে বাকি নেই। এরা আগামী নির্বাচনে নৌকায় যাতে জনগণ ভোট না দেয় সেজন্যই জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃতৃন্দের চরিত্রহননের অপচেষ্টা করছে।

নাছির উদ্দীন আহমেদ আরও বলেন, শেখ হাসিনা সরকারকে প্রশ্নবিদ্ধ করা এবং দলের চেইন অব কমান্ড অমান্যকরীদের কোন ছাড় নয়। তাই তাদের বিরুদ্ধে আমরা সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থার দিকে যাচ্ছি। রাজপথে কখনোই আওয়ামীলীগ দেশ ও জনগণের স্বার্থে লড়াই সংগ্রাম থেকে পিছু হটেনি এমনকি এখনো ষড়যন্ত্রের কাছে মাথা নোয়াবে না। তবে এখন পর্যন্ত কতজন অনুপ্রবেশকারীকে শনাক্ত করা হয়েছে তা তিনি সাংগঠনিক নির্দেশনা আসার পরেই জানাবেন বলে মন্তব্য করেছেন।

এর আগে বিষয়টি নিয়ে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের বাসভবনে জেলা আওয়ামীলীগের এক জরুরী সভায় সর্বসম্মতিক্রমে হাইব্রীড ও দলে অনুপ্রবেশকারী সাম্প্রদায়িক গোষ্ঠীকে হটানোর সিদ্ধান্ত নেওয়া হয়।