অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক,জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রণজিৎ রায় চৌধুরী অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থ্যতায় পরিবারের পক্ষ থেকে সবার নিকট আশির্বাদ কামনা করা হয়েছে।
১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার মুঠোফোনে এ আশির্বাদ ও দোয়া কামনা করেন তার পুত্র গোপাল রায় চৌধুরী।
সে জানায়,আমার পিতা নন-কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে শমরীতা হাসপাতালে কোভিড ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
পিতার বর্তমান শারিরীক অবস্থা সম্পর্কে গোপাল রায় চৌধুরী জানায়, গত চারদিন ধরে তার পিতার জ্বর নেই। তবে ওনার এইচ আর সি টি রিপোর্ট হাই রেজুলেশন কম্পিউটার টমোগ্ৰাফী করানো হবে। এই রিপোর্টটি ভালো না আসা পর্যন্ত শংকা মুক্ত হওয়া যাচ্ছে না।কেননা বাবার ফুসফুসে যেহেতু করোনার উপসর্গ পাওয়া গেছে। তাই চাঁদপুরে যেই এইচ আর সি টি রিপোর্ট টি করানো হয়েছে। সেটা আগামী শুক্রবার দীর্ঘ ৬ দিন চিকিৎসা প্রদানের পর আবারো করানো হবে। যদি এই রিপোর্ট টি ভালো আসে তবে তিনি শংকা মুক্ত বলে ডাক্তাররা ঘোষনা দেবেন।
চিকিৎসা প্রসঙ্গে গোপাল রায় চৌধুরী আরো জানায়,গত চার দিনে ওনাকে র্যাম ডেসিআর ইনজেকশন,এন্টি সার্জলেন্ট ইনজেকশন,এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়েছে।যেজন্য জ্বর আসে নি।তবে এই চিকিৎসার পূর্বে চাঁদপুর থাকা অবস্থায় গত ৭ দিন ধরে জ্বর ছিলো।আমি আমার বাবার দ্রুত সুস্থ্যতা চেয়ে সকলের আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করছি।
এদিকে অ্যাড. রণজিৎ রায় চৌধুরীর চিকিৎসা সেবায় সার্বক্ষণিক নজর রাখছেন ওনার মেয়ের জামাতা ডা. শুভেন্দু পাল অন্তু এবং ওনার মেয়ে ডা. মৌরী রায় চৌধুরী।