কচুয়া প্রতিনিধিঃ হর হর মহাদেব জয় শিবঃ শম্ভু, জয় শ্রী রাম। জেগেছে রে জেগেছে সনার্তনী জেগেছে এই স্লোগানকে সামনে রেখে,
চাঁদপুর জেলা জাগোহিন্দু JHP পরিষদের নবাগত কমিটির অভিষেক ও শপথ গ্রহন কর্মপরিকল্পনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মধ্যে দিয়ে অনুষ্ঠান উদ্বোধক করেন,শ্রী বাসুদেব পলাশ মজুমদার,সহসভাপতি JHPকেন্দ্রীয় কমিটি।
গীতা পাঠ করেনঃ শ্রী বলরাম গোস্বামী,সহ সভাপতি,JHP চাঁদপুর জেলা। রোটারিয়ান শ্রী সজল ঘোষের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক শ্রী মনোজ চক্রবতির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, শ্রী সুমন চন্দ্র দেবনাথ সিনিয়র সভাপতি কেন্দ্রীয় কমিটি,বিশেষ অথিতি,শ্রী মানিক ভৌমিক,কচুয়া প্রেসক্লাব সভাপতি ও কচুয়া জাগোহিন্দু JHP পরিষদের প্রধান উপদেষ্টা, আলোচক,শ্রী হ্দয়জিত সরকার জয়জিত, চাঁদপুর জেলা জাগোহিন্দু JHP পরিষদের সাধারণ সম্পাদক।
এছাড়াও জাগোহিন্দু JHP পরিষদের জেলা ও উপজেলা থেকে আসা সারথি গনরা হলেন,
সভাপতিঃ রোটা: শ্রী সজল ঘোষ
সিনি:সহ-সভাপতিঃ শ্রী কার্তিক চক্রবর্তী,সহ-সভাপতিঃ শ্রী বরলাম গোস্বামী, সহ-সভাপতিঃ শ্রী ঝন্টু কুমার বিশ্বাস, সাঃ সম্পাদকঃ শ্রী হৃদয়জিত সরকার জয়জিত,যুগ্ন-সা-সম্পাদকঃ শ্রী প্রসেনজিত সাহা অন্তু, সহ-সা-সম্পাদকঃ শ্রী সুদীপ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদকঃ শ্রী মনোজ চক্রবর্তী, যুগ্ন-সাং-সম্পাদকঃ ডাঃ শ্রী রাখাল চন্দ্র দাস, দপ্তর সম্পাদকঃ শ্রী দীপক মজুমদার,সহ-দপ্তর সম্পাদকঃ ডাঃ শ্রী প্রশান্ত চক্রবর্তী অর্নব,অর্থ বিষয়ক সম্পাদকঃশ্রী সুমন দাস, প্রচার সম্পাদকঃ শ্রী নয়ন চৌধুরি,গনসংযোগ বিষয়ক সম্পাদকঃ শ্রী প্রশান্ত সরকার,আইন বিষয়ক সম্পাদকঃ শ্রী সুবল দাস,মানবধিকার বিষয়ক সম্পাদকঃ শ্রী মহাদেব ঘোষ, যুব বিষয়ক সম্পাদকঃ শ্রী দীপ্ত কর্মকার,ধর্ম বিষয়ক সম্পাদকঃ শ্রী জয়দেব বনিক, শিহ্মা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ শ্রী দীপ্ত দাস, মিডিয়া বিষয়ক সম্পাদকঃ শ্রী শান্তুু ধর, ছাত্র বিষয়ক সম্পাদকঃ শ্রী সুমন দেব, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদকঃ ডাঃ শ্রী প্রভাত চন্দ্র ভৌমিক,সহ স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদকঃ শ্রী বিশ্বজিৎ কুমার দাস বাপ্পি,সমাজসেবা বিষয়ক সম্পাদকঃ শ্রী শ্যামল সরকার শ্যাম সহ সমাজসেবা বিষয়ক সম্পাদকঃ শ্রী লিটন সরকার,মহিলা বিষয়ক সম্পাদিকাঃ শ্রীমতি জয়ন্তী ভৌমিক,সহ মহিলা বিষয়ক সম্পাদিকাঃ শ্রীমতিসম্পা,সাহা,আত্মকর্মসংস্থান বিষয়ক সম্পাদকঃ শ্রী শিমুল রায়,তীর্থ পর্যন্টন বিষয়ক সম্পাদকঃ শ্রী অভিজিৎ পোদ্দার, প্রবাসী বিষয়ক সম্পাদকঃ শ্রী বিষ্ণু ঘোষ,ত্রান বিষয়ক সম্পাদকঃ শ্রী গোপাল দাস, অভিযোগ বিষয়ক সম্পাদকঃ শ্রী জয় ঘোষ। কার্যকরী সদস্যঃশ্রী অধীর মজুমদার,শ্রী হিরামন সেন, ডাঃ শ্রী অরবিন্দু পাল কমল, শ্রী হৃদয় রায়, শ্রী রতন দত্ত, শ্রী মানিক সূত্রধর, শ্রী সুজন দত্ত, শ্রী সাগর শীল, শ্রী সন্জয় রায়, শ্রী আকাশ অধিকারী, শ্রী নিরব দে শিমুল প্রমুখ।উক্ত অনুষ্ঠানে
৪৩ সদস্য বিশিষ্ট নবাগত কমিটির শপথ পাঠ করানো হয়েছে।