শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে নির্বাচিত হয়েছেন, শিক্ষানুরাগী, সমাজ সেবক, ব্যবসায়ী এবং শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ জাকির হোসেন পাটওয়ারী। তিনি জেলা পরিষদের বর্তমান মেয়াদের পূর্বে প্রায় দুই বছর জেলার ৮নং ওয়ার্ডের সদস্য হিসেবে ঔই ওয়ার্ডের সাবেক সদস্য অবিভক্ত টামটা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান হুমায়ূন কবির মজুমদারের অকাল মৃত্যুজনিত কারনে শূর্ণ হওয়া পদে দায়িত্ব পালন করেছেন। বিগত ১৭ অক্টোবর’২০২২ সালে অনুষ্ঠিত প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন।
৩০ জানুয়ারি (সোমবার) চাঁদপুর জেলা পরিষদের চেয়াম্যান ওসমান গনি পাটওয়ারী মোঃ জাকির হোসেন পাটওয়ারীকে পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে তার নাম ঘোষণা করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, জেলা পরিষদের সকল সদস্য সন্মলিতভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের পুরো ক্ষমতা জেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারীকে অর্পণ করেন। তারই ধারাবাহিকতায় তিনি আজ অফিসিয়ালি প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে জাকির পাটওয়ারীর নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, সদ্য ঘোষিত চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ জাকির হোসেন পাটওয়ারী ১৯৬৪ সালের ২০ এপ্রিল চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার বাবা লোকমান হোসেন পাটওয়ারীও ছিলেন একজন সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী মানুষ। বাবা লোকমান হোসেন এবং মা তাহাজতের নেছা দু’জনই প্রয়াত। জাকির পাটওয়ারীর মরহুম বাবা ছিলেন, তৎকালীন অবিভক্ত ১০ নং টামটা ইউনিয়ন পরিষদের সদস্য।বাবা-মায়ের ৯ সন্তানের মধ্যে তিনি ৬ষ্ঠ।
সমাজ হিতৈষী ও শিক্ষানুরাগী বাবার সন্তান হিসেবে তার ধমনীতে বইছে মানুষের পাশে দাঁড়াবার নাড়ির টান। নাড়ির টানে তিনিও সমাজের মানুষের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়ান। বিগত ২০২০-২১ সালে সমগ্র পৃথিবী সহ সারা বাংলাদেশে ভয়াবহ অতিমারী করোনা মহামারী পরিস্থিতি চলাকালে তিনি শাহরাস্তি উপজেলাবাসী সহ চাঁদপুর জেলার মানুষের কাছে সময়-অসময়ে ছুটে গেছেন। ইতিমধ্যে তিনি নিজ এলাকার টামটা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, মেহার ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, চাঁদপুর হোমিওপ্যাথি কলেজের বিদুৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলার স্বনামধন্য টামটা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি রাজনৈতিক সচেতন ও একজন সফল ব্যবসায়ীও বটে।
জাকির পাটওয়ারী ১৯৭৯ সালে এসএসসি ১৯৮১ সালে এইচএসসি শেষে ১৯৮২-৮৪ সেশনে গনিত বিষয়ে তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে অর্নাসে ভর্তি হন।
পারিবারিক জীবনে তিনি গৃহিণী স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। মেয়ে বিবাহিত, তার একমাত্র ছেলে দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত।
এক প্রতিক্রিয়ায় মোঃ জাকির হোসেন পাটওয়ারী জানান, আমাদের চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের ৪ বারের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম একজন বীর মুক্তিযোদ্ধা, ১ নং সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলা একাডেমীর’২০১৯ সালে সাহিত্য পুরষ্কারে ভূষিত ও দেশ প্রেমিক মানুষ। তিনি রাতদিন এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের রূপকল্প’২০৪১ বাস্তবায়নে কাজ করছেন। আমি তার দেখানো পথে হাঁটতে চাই।
তিনি আরও বলেন, সুযোগ পেলে তিনি চাঁদপুর জেলাবাসির মধ্যে জেলা পরিষদের অর্থ বা সম্পদের সুষম বন্টন ও উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত করবেন। সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে তিনি শাহরাস্তি সহ চাঁদপুর জেলার সকল মানুষ ও অংশিজনের সহায়তা কামনা করেছেন।