রিয়ন দেঃ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সদস্য পদপ্রার্থী আয়েশা রহমান লিলি। যিনি চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, চাঁদপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের সহধর্মীনি।
১৭ সেপ্টেম্বর শনিবার এক সাক্ষাৎকারে আয়েশা রহমান লিলি ‘হিলশা নিউজ’-কে বলেন, আমার কাজে কোনো ঘাটতি নেই। আমি কোন স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করি না। আমি ৯০’ এর পর থেকে মাঠে তৃণমূল পর্যায় থেকে জনগণের ভালোবাসা পেয়ে রাজনীতি করে এই পর্যায় পর্যন্ত এসেছি।
তিনি ‘হিলশা নিউজ’-কে বলেন, আমাদের পরিবার আওয়ামী পরিবার এবং সকলেই শিক্ষামন্ত্রী ডা. দীপু আপার স্নেহভাজন। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আমি সম্ভাব্য সদস্য প্রার্থী। সবাই আমাকে দোয়া করবেন।
তিনি ‘হিলশা নিউজ’-কে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও নীতিতে আমরা আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। যতদিন আমি বাঁচবো সমাজের মানুষের সেবা করে যাবো।
আয়েশা রহমান লিলি ‘হিলশা নিউজ’-কে আরও বলেন, আমার নির্বাচনী এলাকা হচ্ছে চাঁদপুর সদর, হাইমচর ও ফরিদগঞ্জ। তাই এ তিন উপজেলার সকল নেতৃবৃন্দের সহযোগিতা চাই। এছাড়া ভোটারসহ সকলের দোয়া, সমর্থণ ও ভালোবাসা প্রত্যাশা করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।