মামুন হোসাইনঃ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ২৬ সেপ্টেম্বর ফরিদগঞ্জ উপজেলা থেকে সদস্য পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেলেন ৪ জন প্রার্থী। তারা হলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম সিরাজুল হক বিএডের পুত্র ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাবেক জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু তিনি প্রতীক পেয়েছেন( তালা) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সিআইপি জালাল আহমেদের ছোট ভাই ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শাহাবুদ্দিন সাবু তিনি প্রতীক পেয়েছেন(হাতী) গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আক্কাস তিনি প্রতীক পেয়েছেন (টিউবওয়েল) উদীয়মান তরুন সমাজ সেবক,ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সজীব ভূঁইয়া তিনি প্রতীক পেয়েছেন (ঘুড়ি) চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২১১ জন,১৭ ই অক্টোবর ইভিএমের মাধ্যমে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা,জেলা পরিষদ নির্বাচনে ভোটার হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সংরক্ষিত মহিলা মেম্বার,এদিকে জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সর্বত্র বইছে আনন্দের জোয়ার,সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে কে হচ্ছেন চাঁদপুর জেলা পরিষদের ফরিদগঞ্জ উপজেলার নির্বাচিত সদস্য।