রিয়ন দেঃ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সম্ভ্যাব্য সদস্য প্রার্থী চাঁদপুর জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সমাজসেবক ফারহানা জাফর রুমা। তিনি চাঁদপুরের কিংবদন্তী আওয়ামীলীগ নেতা মরহুম এ্যাড. আরব জাফর মো. মহিউদ্দিনের কন্যা।
জানা যায়, ফারহানা জাফর রুমা বাবা মরহুম এ্যাড. আরব জাফর মো মহিউদ্দিন ১৯৭৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে দায়িত্বে ছিলেন। যিনি তাঁর মৃত্যুর আগ পর্যন্ত দক্ষতার সাথে দলকে সুসংগঠিত করে রেখেছিলেন। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চাঁদপুর মহকুমার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্লামেন্টের একজন সংসদ সদস্য ছিলেন। এমনকি বঙ্গবন্ধু যখন নির্মমভাবে নিহত হয়েছিলেন তখন তিনিই সর্বপ্রথম চাঁদপুরে প্রতিবাদ মিছিল করেছেন।
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে ফারহানা জাফর রুমা ‘হিলশা নিউজ‘-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জ্ঞান হওয়ার পর থেকেই আমাদের বাসায় লোকজনের আসা যাওয়া এবং রাজনৈতিক আলাপ আলোচনা ও ব্যানার ফেষ্টুন দেখতে দেখতে বড় হয়েছি। এখন আমি চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এই সংগঠনের সহ-সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদের সাধারণ সম্পাদকসহ একাধিক সংগঠনের দায়িত্ব পালন করছি। এছাড়াও আমি কলেজ জীবনে চাঁদপুর সরকারি মহিলা কলেজ সংসদের সাধারণ সম্পাদক ছিলাম এবং ১৯৯৪ সালে আমি ভিপি প্রার্থী মনোনীত হই। আমার স্বামী এম এ হাসান লিটন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদ্য সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং এখনো রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন।
ফারহানা জাফর রুমা ‘হিলশা নিউজ‘-কে বলেন, ছোট বেলা থেকেই আমি সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনে জড়িত ছিলাম। আমরা যখন থেকে বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপাকে নেতৃত্বে পেয়েছি। তখন থেকেই দীপু আপার অনুপ্রেরণায় উনাকে অনুসরণ করে উনার মতো করে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। আমাদের ফরিদগঞ্জের এমপি শফিক ভাই, উপজেলার চেয়ারম্যান ছোট ভাই রোমান, মেয়র আবুল খায়ের কাকা, হাইমচরের নুর হোসেন ভাই, সদর উপজেলার চেয়ারম্যান নাজিম ভাই,ভাইস চেয়ারম্যান আইয়ুব ভাই, আবিদা আপা, চাঁদপুরের মেয়র জুয়েলের মতো লোকদের আন্তরিকতায় আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সদস্য পদে আমি দলীয় সমর্থণ প্রত্যাশা করছি।
ফারহানা জাফর রুমা ‘হিলশা নিউজ‘-কে আরও বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে সকলের সিদ্ধান্তে আমাকে দলীয় সমর্থন দেয়। তাহলে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবো। আমি এমন একজন নেতার সন্তান যিনি শুধু দিয়ে এসেছেন। কখনো কিছু দল থেকে নেননি। আমি সেই বাবার সন্তান হিসেবে বলছি- ভোটারদেরসহ সকলের দোয়া ভালোবাসা ও সমর্থন চাই। সবার এই দোয়া ও ভালেবাসা আমাকে অনেক দূর নিয়ে যাবে।