স্টাফ রিপোর্টারঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত চাঁদপুর জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতা “গ” গ্রুপ থেকে প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছেন ফরিদগঞ্জের বাসিন্দা কবি সাহিত্যিক কাকলী চক্রবর্তী।
৭ আগষ্ট সোমবার দুপুরে তার হাতে এই পুরষ্কার ও সনদ তুলে দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এ. কে. এম. দিদারুল আলম।
জানা যায়, কাকলী চক্রবর্তীর রচিত কবিতা বাবা এবং বিয়েটাই জীবনের শেষ নয় ও কাব্য অব্যক্ত প্রশ্ন একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়। যার মধ্য দিয়ে তিনি সাহিত্য সংস্কৃতিতে নিজেকে মেলে ধরতে লেখালেখি অব্যাহত রেখেছেন। এর আগেও তিনি উপজেলা সাহিত্য মেলায় অংশ নিয়ে সুনাম কুড়িয়েছেন।
এক সাক্ষাৎকারে কাকলী চক্রবর্তী ‘হিলশা নিউজ’-কে বলেন, আমি চাই সাহিত্যের চারণভূমি খ্যাত চাঁদপুর জেলায় নিজের লেখালেখি চালিয়ে যেতে। আমার প্রতিভাবিকাশে গণমাধ্যমকর্মীসহ শুভাকাঙ্খীরা সার্বক্ষণিক উৎসাহ দেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।