সংবাদদাতাঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা শাখার ক্রীড়া সম্পাদক সফিকুল ইসলাম রিংকুর ছোট মেয়ে কাইফা বৃত্তি পেয়েছে। সে বাংলাদেশ কিল্ডার্স গার্ডেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৩ এ ডিউ ড্রপ ইন্টা. স্কুলের কেজি শ্রেনী থেকে এ বৃত্তি পায়।
৫ ফেব্রুয়ারী সোমবার বিকালে ‘হিলশা নিউজ’-কে বিষয়টি নিশ্চিত করেন সফিকুল ইসলাম রিংকু।
জানা যায়, সফিকুল ইসলাম রিংকুর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে কাইফা সবার ছোট। বড় মেয়ে হাবিবা ইসলাম অর্পা মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী, মেঝো ছেলে আবির ইসলাম এবং ছোট মেয়ে কাইফা ইসলাম রিফা ডিউ ড্রপ ইন্টা. স্কুলে থেকে এবার ক্লাস ওয়ানে উত্তীর্ণ হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা শাখার ক্রীড়া সম্পাদক সফিকুল ইসলাম রিংকু ‘হিলশা নিউজ’-কে বলেন, আমার ছোট মেয়ে কাইফা ইসলাম রিফা বৃত্তি পাওয়ায় খুব ভালো লাগছে। আমি ওর স্কুলের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মেয়ে বড় হয়ে যেনো মানুষের মতো মানুষ হতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।