হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুর জেলা লোকনাথ গীতা প্রচার সংঘের সভাপতি ও হাজীগঞ্জ ডিগ্ৰি কলেজে আইসিটি বিভাগের প্রধান অধ্যাপক প্রদীপ কুমার দাসের মাতা শান্তি রানী দাস আজ (রবিবার) রাত সাড়ে ১২ টায় ঢাকা পাইভেট একটি হাসপাতালে পরলোকগমন করেন।
জানা যায়, গত কয়েকদিন যাবত তিনি অসুস্থ থাকায় তাঁকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিলো। মৃত্যু কালে একমাত্র ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য মানুষ রেখে যান।
আরও জানা যায়, সন্ধ্যায় হাজীগঞ্জ পৌর মহাশ্মশানে শেষ কৃতি অনুষ্ঠিত হবে। শান্তি দাস এর মৃত্যুতে হাজীগঞ্জ এর বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।
এর মধ্যে হাজীগঞ্জ ডিগ্ৰি কলেজে অধ্যক্ষ মোঃ মাসুদ আহমেদ ও শিক্ষক-কর্মচারী , কলেজে পরিচালনা পর্ষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুরের হাজীগঞ্জের সভাপতি রোটা রুহিদাস বণিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা , হাজীগঞ্জের হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার পাল ও সাধারন সম্পাদক সত্য ব্রত ভদ্র মিঠুন, শ্রী শ্রী রাজা লহ্মী নারায়ণ জিউর আখড়ার সভাপতি ও শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অনিল কুমার সাহা ও সাধারণ সম্পাদক নিহিরাঞ্জন হালদার মিলন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি মাহবুবুল আলম চুন্নু, শব্দশীলন সাহিত্য চর্চা কেন্দ্র সভাপতি এস এম মিরাজ মুন্সী,বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ অন্যান্যরা।(ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু)।